কলকাতা , ২ এপ্রিল:- রাজ্যে তৃতীয় দফা নির্বাচনের জন্য মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই দফায় ৩১ টি বিধানসভা আসনের ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন দপ্তরের মুখপাত্র আজ একথা জানিয়ে বলেন দক্ষিণ চব্বিশ পরগনার ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাওড়ার গ্রামীণ এলাকায় ১৩৩ এবং কমিশনারেট এলাকায় ১১ সহ মোট ১৪৪ কোম্পানি এবং হুগলি জেলায় ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার ভোট পরবর্তী হিংসা রুখতে ১ কোম্পানি মহিলা সহ মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
এদিকে, তৃতীয় ফেজ নির্বাচনের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করতে আগামীকাল বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সংলিষ্ট তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, এবং জেলার তথ্য প্রযুক্তির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। গত কালের দ্বিতীয় দফা ও তার আগে প্রথম দফা নির্বাচনে বেশ koyek টি বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটার দের পরিচয় পত্র দেখতে চায় বলে যে অভিযোগ উঠেছে সেব্যাপারে ওই মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন এর নির্দেশ অনুসারে ফার্স্ট পোলিং অফিসার ই ভোটার দের পরিচয় পত্র দেখতে পারেন। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সেই অধিকার নেই। পাশাপাশি , প্রিজাইডিং অফিসার ই প্রয়োজনে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কে বুথে ডাকতে পারেন। আজ সকালে মুখ্য নির্বাচনী আধিকারিক এর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর নোদাল অফিসার অশ্বিনী কুমার সিং কে এব্যাপারে অবগত করা হয় বলে ওই মুখপাত্র জানান।