রিঙ্কা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- উত্তর প্রদেশ মহারাষ্ট্রের পর এবার বাংলায় আসছে বুথ আপ। ভুয়ো ভোটার কে খুঁজে দেবে এই বিশেষ এপ। ভোট দেবার সময় প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি নাম খুঁজে নিয়ে সঠিক ভোটদাতাকে বেছে নিতে হয়। সেই সংগে প্রতি দু’ঘন্টা অন্তর রিপোর্ট পাঠাতে হয় কমিশনকে। এবার সেই কাজই করবে এই বিশেষ app কি থাকছে এই বুথ আপে….ভুল এন্ট্রি এবং ম্যানুয়াল এন্ট্রিগুলির কারণে একাধিক ত্রুটি থাকে বুথে ভোট দানের সময়ে। সেই ত্রুটি দূর হবে। মোট কতজন ভোট দিলেন তার নির্ভূল তালিকা তুলে দেওয়া। বুথের A to Z খবর কমিশনে পোঁছে দেওয়া ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের সারিটি জানতে পারেন। ফলে দীর্ঘ লাইন থেকে মুক্তি।
বুথ অ্যাপ অ্যাপ্লিকেশনটির ভোটারদের ডিজিটাল কপি থেকে এনক্রিপ্ট করা কিউআর কোড ব্যবহার করে ভোটারদের দ্রুত সনাক্তকরণে সহায়তা করে। বুথ স্তরের অফিসার কিউআর কোডটি স্ক্যান করে এবং ভোটারদের প্রবেশের অনুমতি দেয় যাদের নাম তালিকাভুক্ত রয়েছে। পোলিং স্টেশনের অভ্যন্তরে, পোলিং কর্মকর্তা ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার আগে ভোটারের পরিচয় যাচাই করতে পুনরায় কিউআর কোডটি স্ক্যান করে। পোলিং অফিসিয়াল মোবাইল ফোনে বুথ অ্যাপ ব্যবহার করে ভোটকেন্দ্রের অভ্যন্তরে ভোটারের প্রবেশের অনুমতি দেন।