এই মুহূর্তে কলকাতা

কমিশনে নিয়োগ তিন নতুন অফিসার আজ দ্বায়িত্ব গ্রহন করছে।

রিংকা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সিইও অফিসে তিন জন কর্মকর্তাকে নয় দিনের অপসারণের পর তাদের জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিজিত কুমার ধর বর্তমানে উপজাতীয় উন্নয়ন বিভাগের বিশেষ সচিব পদে শৈবাল বর্মণের জায়গায় অতিরিক্ত সিইও পদে পদে স্থলাভিষিক্ত হয়েছেন, শৈবাল বর্মন রাজ্যের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হবেন। একইভাবে অরিন্দম নিয়োগীকে এখন যুগ্ম-সচিব এল অ্যান্ড এলআরকে সিইও কার্যালয়ে যুগ্ম-সচিব পদে স্থলাভিষিক্ত করেছে নির্বাচন কমিশন এবং অনামিকা মজুমদারকে এখন রাজ্যের পিঅ্যান্ডআরডি বিভাগে যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে। সিইও অফিসে উপসচিব ছিলেন অমিতজ্যোতি ভট্টাচার্য্য এখন কর্মসূচি বাস্তবায়ন ও অভিযোগ সেল পর্যবেক্ষণের জন্য সিএমওর বিশেষ দায়িত্বে থাকবেন। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণে উপসচিব ছিলেন সৌরভ বারিক ভট্টাচার্য্যকে ওই স্থানে স্থলাভিষিক্ত করা হয়েছে।