স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- বিদায়ি বিনিয়োগ সংস্থার পাঠানো প্রস্তাবে সই করে পাঠিয়ে দিল ইস্টবেঙ্গল । বৃহস্পতিবার সন্ধেয় ইস্টবেঙ্গলের বোর্ড অফ ডিরেক্টরসের চার সদস্য- ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায় ক্লাবে গিয়ে বিদায়ি বিনিয়োগকারীর পাঠানো প্রস্তাবে সম্মতি সূচক সই করে দিয়েছেন বলে খবর । আটজন ডিরেক্টরকে নিয়ে তৈরি বোর্ড অফ ডিরেক্টরসের এই চার জন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেন । ফলে এবার স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফিরে আসা সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে । বিদায়ি বিনিয়োগকারীর চেয়ারম্যান অজিত আইজ়্যাকের সঙ্গে বুধবার ইস্টবেঙ্গলের দুই কর্তা দেবব্রত সরকার এবং সৈকত গঙ্গোপাধ্যায়ের কথা হয়েছে বলে খবর । তারপরই জট খোলার প্রক্রিয়া সহজ হয় । তবে প্রস্তাবে স্বাক্ষর করার জন্য ইস্টবেঙ্গলের কাছ থেকে বিদায়ি বিনিয়োগকারী সংস্থা কোনও অর্থ নিয়েছে কি না তা এখনও পরিষ্কার নয় । দুই পক্ষই যে দীর্ঘ আলোচনা এবং আইনি পথ দেখার পরে সমঝোতার পথ বেছেছে তা স্পষ্ট ।
বিদায়ি বিনিয়োগকারীর কাছ থেকে জট কাটার ইঙ্গিত মিলতেই বৈঠকে বসেছিলেন লাল হলুদ কর্তারা । মঙ্গলবার কর্তারা নিজেদের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবিস্তারে কথা বলেছিলেন । সেখানে বিদায়ি বিনিয়োগকারী সংস্থার পাঠানো প্রস্তাবে আইনি প্যাঁচ খতিয়ে দেখার চেষ্টা করা হয় । প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, বিনিয়োগ সংস্থার কাছ থেকে যে বকেয়া অর্থ ক্লাব দাবি করেছিল তা ছাড়া হবে । তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক দেখে নেওয়া হবে বলেও ঠিক করা হয়েছিল বৈঠকে । বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়েছিল । যে পদক্ষেপই নেওয়া হোক না কেন তা দ্রুত করার কথাও বলা হয়েছিল ।