এই মুহূর্তে জেলা

একই যাত্রাপথে দিতে হচ্ছে ডবল টোল ? দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় গাড়ি চালকদের ব্যাপক বিক্ষোভ।

হাওড়া, ৭ মে:- একই যাত্রাপথে গুনতে হচ্ছে ডবল টোল ? ফাস্ট ট্যাগ চালু হলেও এখনও ফিজিক্যালি টোলের টাকা নেওয়া হচ্ছে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায়, এমনই অভিযোগ গাড়ি চালকদের। ফলে টোলের কাউন্টারে টাকা দিয়েও আবার ব্যাঙ্ক থেকে এসএমএসের মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে ফাস্ট ট্যাগের টাকা। শনিবার সকালে এই নিয়ে টোলপ্লাজায় বিক্ষোভ হয়। এদিন এই নিয়ে টোল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় গাড়ি চালকদের। অভিযোগ, দ্বিতীয় হুগলি সেতুতে ফাস্ট ট্যাগ পরিষেবা চালু হলেও নেওয়া হচ্ছে ক্যাশ টাকা।

আবার ক্যাশ টাকা নিলেও কাটা হচ্ছে ফাস্ট ট্যাগের টাকাও। এই অভিযোগে সকাল থেকে গাড়ি চালক এবং প্রাইভেট গাড়ির মালিকেরা দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর টাকা ফেরত দেওয়ার উদ্যোগ হয় টোলপ্লাজা কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ বাহিনী। দ্বিতীয় হুগলি সেতু টোলপ্লাজায় যানজটেরও সৃষ্টি হয় এই বিক্ষোভ ঘিরে।