এই মুহূর্তে জেলা

লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মী ভান্ডারের ফ্রম বিলি খানাকুলে।

খানাকুল , ৮ সেপ্টেম্বর:- লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মী ভান্ডারের ফ্রম বিলি, দুয়ারে সরকারের উৎসাহ তুঙ্গে। আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের পোল ১ অঞ্চলে অভিনব পদ্ধতিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফ্রম বিলি করতে দেখা গেলো। দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন লক্ষ্মী সাজে দেখা যায় দুই মহিলাকে। তারা দেবী লক্ষ্মীর সাজে সেজে সিংহাসনে বসে আছেন। সেখান থেকেই তাঁরা রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফ্রম বিলি করছেন। এলাকার মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফ্রম নিচ্ছেন। এই বিষয়ে লক্ষ্মী সাজে সুপ্রীয়া পাঁজা ও পল্লবী ধারারা জানান, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছি। সকলে যাতে এই প্রকল্পে সুবিধা পায় সেই কামনা করি।এলাকার মানুষকে উৎসাহ দিতেই এই সাজে সেজছি।

অপরদিকে খানাকুলের পোল এক নম্বর অঞ্চলের উপপ্রধান সেখ জাহির আব্বাস বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্পে সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হচ্ছেন। এদিন লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মীর ফ্রম বিলি করা হচ্ছে। এলাকার মানুষ ব্যাপক উদ্বুদ্ধ হচ্ছে। অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সারা রাজ্য জুড়ে বাস্তবে রুপ পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই জন্য খানাকুলের পোল এক নম্বর অঞ্চল এই অভিনবত্ব এনেছে। খানাকুলের পোল এক নম্বর অঞ্চলে লক্ষ্মীর হাত দিয়ে লক্ষ্মী ভান্ডারের ফ্রম বিলিকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ বেশ চোখে পড়ার মতোন।