এই মুহূর্তে জেলা

বাঁশবেড়িয়ার নিখোঁজ যুবকের খোঁজে স্নিফার ডগ, বিপর্যয় মোকাবিলা বাহিনী

হুগলি, ২৫ আগস্ট:- ছয় দিন আগে বাঁশবেড়িয়া মহাকালীতলার বাসিন্দা যুবক লক্ষ্মণ চৌধুরী নিখোঁজ হয়েছিল।তার বন্ধু শিবনাথ সাউ তাকে পঞ্চাননতলা ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিল একটি ক্লাবে।রাতে বাড়ি ফেরেনি যুবক।তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। যুবকের পরিবার মগড়া থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া আদালতে পেশ করে দশ দিনের হেফাজতে নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।লক্ষণ কোথায় সে ব্যাপারে তার বন্ধু শিবনাথ কোনো কথাই জানাতে চাইছে না বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গতকাল ঝুলুনিয়া মোড়ে অবরোধ করে যুবকের পরিবার ও স্থানীয়রা। আজ মগরা থানার পুলিশ ব্যারাকপুর থেকে স্নিফার ডগ নিয়ে আসে।শেষবার যে ক্লাবে লক্ষণকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ক্লাবে লক্ষণের বাড়িতে এবং ওই এলাকায় সূত্র পেতে স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। পাশাপাশি পঞ্চানন তলা গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায়।