এই মুহূর্তে কলকাতা

এবার বিশেষ লোকাল ট্রেনে যাতায়াতের সুযোগ ব্যাঙ্ক টেলিকম সহ সব জরুরী পরিষেবা কর্মীদের।

কলকাতা, ১ জুন:- জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সব ক্ষেত্রের কর্মীদের এবার শহরতলির বিশেষ ট্রেনে যাতায়াত করার অনুমোদন দিল রেল।সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মীরাই বৈধ টিকিটের বিনিময়ে এধরণের ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকারের অনুরোধে শহরতলীর লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। শুধুমাত্র রেল কর্মীদের জন্য সীমিত স্টাফ স্পেশাল ট্রেন চালানো শুরু করা হয়। পরে রাজ্য সরকারের অনুরোধে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদেরও ওই ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হয়। কিন্তু তারপরেওবিভিন্ন রাষ্ট্রায়ত্ব বিভিন্ন ব্যাঙ্ক, বিএসএনএল সহ বিভিন্ন সংস্থাও তাঁদের কর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের সুযোগ দেওয়ার জন্য রেল ও রাজ্য সরকারের কাছে দরবার করে। কলকাতা হাইকোর্টের তরফেও রাজ্য সরকারের মাধ্যমে রেলের কাছে একই মর্মে আবেদন জানানো হয়।

এবার সেই আবেদনে সারা দিল রেল। সোমবার পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। শিয়ালদা ও হাওড়ার ডিআরএম-দের চিঠি দিয়ে এব্যপারে অবহিত করা হয়েছে। রেলের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারি সংস্থা ব্যাঙ্ক এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মীরা এখন থেকে মাসিক টিকিট কেটে বিশেষ ট্রেনে যাতায়াত করতে পারবেন। বুকিং কাউন্টারে নিজের পরিচয় পত্র অথবা সংশ্লিষ্ট সংস্থার দেওয়া স্বীকৃতি পত্র দেখিয়ে মাসিক টিকিট কেনা যাবে। এই নিয়ে যাতে কোন অভাব অভিযোগ না ওঠে এবং কোন জটিলতা তৈরি না হয় তা দেখতেও বুকিং বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছে রেল। প্রসঙ্গত, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকার জানিয়ে দেয়, আপাতত বাংলায় সমস্ত ধরনের যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি না জারি হওয়া পর্যন্ত এই নির্দেশই বলবৎ থাকবে।