হুগলি, ১৭ মে:- কবে হবে সুরাহা জানা নেই গ্রামবাসীদের। পর্যাপ্ত টিউবওয়েল না থাকায়,আপাতত পুকুরের জলই ভরসা। বলাগড় ব্লকের সোমড়া-২ গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রাম সংসদে প্রায় বারোশো ভোটার। পাঁচশোর বেশি পরিবারের বাস। ২০২৩ সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর(পিএইচই) থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়। মাস খানেক ঠিকই ছিল।তারপর থেকে আর জল পাচ্ছেন না গ্রামের মানুষ এমনই অভিযোগ। মশড়া গ্রামই শুধু নয় পাশাপাশি অনেক গ্রামে একই অবস্থা বলে জানান, পঞ্চায়েত সদস্য মহামায়া পন্ডিত বলেন, পাইপ লাইন মাঝে মাঝে কেটে গেছে।কিছু জায়গায় টুলু পাম্প বসিয়ে জল তুলে নেওয়ায় পাইপ লাইনে জল সরবরাহ ঠিকমত হচ্ছে না। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, এই গরমে মানুষ জল কষ্টে আছে।
পুকুরের জল এখন তাদের ভরসা।পঞ্চায়েতকে বারবার জানিয়েছে গ্রামবাসীরা। পঞ্চায়েত, সমিতি বা জেলা পরিষদ কোনো কাজ করেনি। মানুষের প্রকৃত প্রয়োজনে তাদের নজর নেই। শাসক দল টাকা লুটতে ব্যস্ত। এবিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, সোমড়ায় পানীয় জলের সমস্যা দূর করতে বাড়ি বাড়ি নল বাহিত জলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে জল পাচ্ছেন না গ্রামের মানুষ এটা শুনলাম। কি কারনে এটা হচ্ছে সেটা দেখে এই সমস্যা মেটানো হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়েছেন সব বাড়িতে যেন জল পৌঁছায়। সেই জলের অপচয় হলে তাও দেখতে হবে।