এই মুহূর্তে জেলা

অল্পের জন্য রক্ষা, বিকট শব্দে বেরিয়ে এলো স্থানীয়রা, চাঞ্চল্য হুগলিতে।

হুগলি, ২০ মার্চ:- আজ সকালে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা। রেলের পুরনো লোহার মাল বোঝাই একটি ১২ চাকার লরি ব্যান্ডেল আমবাগান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পঞ্চায়েতের রাস্তার ওপর পৌঁছাতেই লরির পেছনের চাকা হঠাৎই বসে যায়। জানা গেছে, রাস্তায় পিএইচই-এর কাজ চলার কারণে সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। ভারী লোহার মাল সহ লরিটি সেই অংশের ওপর দিয়ে যেতেই মাটিতে ধসে যায়, ফলে এক বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

শব্দ শুনে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত মানুষসহ আশপাশের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ। পরে লরির মালপত্র সরানোর জন্য বিভিন্ন কর্মী ও গাড়ি পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, অতিরিক্ত ভারী লোহার মাল বহনের কারণেই এই বিপত্তি ঘটে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সামান্য এদিক-সেদিক হলেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল। সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।