কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারীর কারণে গত দুবছর পুজো হয়েছে নম নম করে। অতিমারী কাটিয়ে এবার ফের জৌলুস ফিরেছে নবান্নে পূর্ত দফতরের বিশ্বকর্মা পুজোয়। আজ সকাল থেকেই নবান্নের পূর্ত দফতরের বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পূর্ত দফতরের সর্ব স্তরের কর্মীদের পাশাপাশি পুজোর আনন্দে সামিল হয়েছেন নবান্নের অন্য বিভিন্ন দফতরের কর্মীরা। রয়েছে ভুরি ভোজের আয়োজন।
