হুগলি, ৬ ফেব্রুয়ারি:- নিউটাউনে চলছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা বাংলায় বিনিয়োগের জন্য এই সম্মেলনে উপস্থিত হয়েছে। রাজ্য সরকারের উদ্দেশ্য কর্মসংস্থান।শিল্প হলে কাজ হবে। কলেজ পড়ুয়াদের সামনে সেই কাজের সুযোগ খুলে দিতে উত্তরপাড়ার রাজা প্যারী মোহন কলেজের তৃনমূল ছাত্র সংসদের উদ্যোগে দুদিন ব্যাপী শুরু হলো ক্যারিয়ার ফেয়ার। এই ক্যারিয়ার ফেয়ারে এলআইসি, ব্রেইন অয়ার ইউনিভার্সিটি, অ্যাক্সিস ব্যাঙ্ক, জর্জ টেলিগ্রাফ, রাইস এর মত বিভিন্ন সংস্থা এসেছে। ছাত্র-ছাত্রীদের আগামী দিনের ভবিষ্যতে পঠন-পাঠন এবং চাকরি পাওয়ার সুযোগ করে দিতে। হুগলি জেলায় এই প্রথম এই ধরনের চাকরি এবং উচ্চ শিক্ষার জন্য সহজ ঋণের সুযোগ নিয়ে ছাত্রছাত্রীদের কাছে ক্যারিয়ার ফেয়ার করেছে রাজা প্যারী মোহন কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ।
পড়াশোনার পাশাপাশি ভোপশনাল শিক্ষার সুযোগও এই ক্যারিয়ার ফেয়ার থেকে পাওয়া যাবে। এতদিন দেখা যেত ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে ক্যাম্পাসিং এর ব্যবস্থা ছিল। কিন্তু সাধারণ কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে এই ধরনের বিভিন্ন কোম্পানি ক্যাম্পাসিং এর মাধ্যমে কাজের সুযোগ দিচ্ছে।ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন। তিনি বলেন, কলেজ ছাত্র সংসদের এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এখান থেকে বহু ছাত্র-ছাত্রীর আগামী দিনের ভবিষ্যৎ দিশা পাবে। তিনি আরো বলেন, এই ধরনের উদ্যোগ সমস্ত কলেজগুলোরই নেওয়া উচিত। কেরিয়ার ফেয়ারের প্রথম দিনেই ছাত্র-ছাত্রী অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।