এই মুহূর্তে জেলা

বন্ধ ডানকুনি শিয়ালদা লোকাল চরম দুর্ভোগে যাত্রীরা।

হুগলি, ২৩ জানুয়ারি:- ১০০ ঘণ্টার জন্য পূর্ব রেলের লাইনের পরিকাঠামো গত কাজের জন্য ২৩শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ ডানকুনি শাখায় বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তবু সকাল থেকে চোখে পড়ছে ডানকুনি স্টেশনে যাত্রী ভোগান্তি।

সকাল থেকেই দেখা যাচ্ছে শিয়ালদা গামী বহু যাত্রী ডানকুনিতে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। কেউবা যাবেন শিয়ালদা আবার কেউ দমদম বা বিধান নগর। কিন্তু সাধারণ যাত্রীদের দাবি তারা আগে থেকে কিছু জানতেন না তাই জন্যই তাই জন্যই আজকে সকাল থেকে এখানে অপেক্ষা করতে হচ্ছে তাদের। কিন্তু সকাল থেকে এখানে বসে থাকলেও পেলের পক্ষ থেকে কোনো রকম কোনো এনাউন্সমেন্ট করা হয়নি বলে দাবি যাত্রীদের।