এই মুহূর্তে জেলা

রেলগেট খুলে ঘুমিয়ে পড়ল গেট্ম্যান অল্পের এড়ানো গেল দুর্ঘটনা।


হাওড়া, ২৩ নভেম্বর:- রেল গেট খুলে রেখে ঘুমিয়ে পড়লো গেটম্যান | ট্রেনের চালকের তৎপরতায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা ও বহু মানুষের প্রাণের রক্ষা | দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ঘটনা | ট্রেন থেকে নেমে এসে গাটম্যানকে তুললেন লোকাল ট্রেন চালক | বুধবার রাতে আমতা থেকে হাওড়া আসার ট্রেন যখন বড়গাছিয়া স্টেশনে ঢোকার মুখেই জগৎবল্লভপুর বড়গাছিয়া রোডের ওপর লেভেল ক্রসিং খোলা থাকায় সাধারণ মানুষ যাতায়াত করছিলেন সেই সময় চলে আসে ট্রেন | আতঙ্ক ছড়ায় এলাকায় | ট্রেনের চালক বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন |