এই মুহূর্তে জেলা

বেচারামের নেতৃত্বে ডিআরএম অফিস ঘেরাও হাওড়ায়।

হাওড়া, ২১ জানুয়ারি:- মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হাওড়ায় ডিআরএম অফিস ঘেরাও ও বিক্ষোভ অভিযান হলো। হাওড়া-বর্ধমান কর্ড ও তারকেশ্বর লাইনের সিঙ্গুর, হরিপাল ও চন্ডীতলায় মোট ১৮টি জায়গায় সাবওয়ে তৈরির দাবিতে মঙ্গলবার মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে ওই ঘেরাও বিক্ষোভ অভিযান হয়।

উপস্থিত ছিলেন দুই সাংসদ প্রসূন ব্যানার্জি, মিতালী বাগ, বিধায়ক ডাঃ করবী মান্না, গৌতম চৌধুরি, স্বাতী খোন্দকার, অরিন্দম গুঁই, হাওড়া সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন এলাকার বহু কৃষকও। এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের কাছে স্মারকলিপিও জমা দেন।