হুগলি, ১৭ ডিসেম্বর:- বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে চলছে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মীদের কর্মবিরতি। যার জেরে রাস্তাঘাট ভরেছে জঞ্জালে, নানান পুর-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ শহরের নাগরিক। শুরুতেই বিষয়টি নিয়ে মহকুমা শাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলাশাসক মুক্তা আর্য, পুরপ্রধান অমিত রায় ও পুর-আধিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু কর্মবিরতি ওঠেনি। প্রশাসনের দেওয়া ১৫ দিনেও সমস্যা মিটল না।
এ বার ৩ দিন সময় দিলেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মীরা। আগামী ২০ তারিখের মধ্যে বকেয়া না মিটানো হলে জল ও আলোর মতো জরুরি পরিষেবা থেকেও হাত গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তাঁরা। মঙ্গলবার বিকেলে নিজেদের মধ্যে আলোচনা শেষে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অস্থায়ী শ্রমিক রাধেশ্যাম শঙ্খবণিক। এ হেন পরিস্থিতিতে কবে পুর পরিষেবা স্বাভাবিক হবে, সেটাই প্রশ্ন।