এই মুহূর্তে জেলা

রামমোহন মেলাকে নিয়ে দুই রাজনৈতিক দলের দড়ি টানাটানি শেষ পর্যন্ত গড়ালো মহকুমা শাসকের দপ্তরে।

আরামবাগ, ১৭ ডিসেম্বর:- হুগলি জেলার মধ্যে অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান হল রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগর। এই প্রতন্ত্য জনপদেই ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁর নাম অনুসারে রামমোহন মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এই ঐতিহ্যবাহী রামমোহন মেলাকে নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেলো। তৃনমুল ও বিজেপির মধ্য রীতিমতো মেলার আয়োজন নিয়ে দড়ি টানাটানি শেষ পযন্ত আরামবাগ মহকুমা প্রশাসন পযন্ত গড়ালো। এদিন রামমোহন মেলা কমিটিতে খানাকুলের বিধায়ক ও পুড়শুড়ার বিধায়ককে রাখতে হবে, এই দাবী তুলে আরামবাগ মহকুমা শাসকের কাছে একটি স্বারক লিপি জমা দেয় বিজেপির দুই বিধায়ক।

এই দুই বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও সুশান্ত ঘোষের দাবী, বিগত ৪০ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রামমোহন মেলার সভাপতির পদ অলংকিত করতেন পুড়শুড়ার বিধায়ক আর সম্পাদক হতেন খানাকুলের বিধায়ক এবং হুগলি জেলা পরিষদের উদ্যোগে এসডিওর তত্ত্বাবধানে খানাকুল পঞ্চায়েত সমিতির পরিচালনায় মেলা হতো। শাসক দলের বিধায়ক থাকায় মেলা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনও বাঁধা থাকতো না। কিন্তু বর্তমানে পুড়শুড়া ও খানাকুলে তৃনমুল বিরোধী বিজেপি বিধায়ক হওয়ায় তাদের মেলা কমিটিতে রাখা হয়নি এবং আমন্ত্রণ পযন্ত জানানো হয়নি। এর প্রতিবাদে তারা এদিন আরামবাগের এসডিওর দ্বারস্থ হন।