কলকাতা এই মুহূর্তে

বিধানসভায় বিজেপির বিধায়কদের বিক্ষোভে শোনা গেল না রাজ্যপালের ভাষণ।


কলকাতা, ২ জুলাই:- বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। রাজ্যপালের ভাষণের শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়কদের বিক্ষোভে শোনা গেল না রাজ্যপালের ভাষণ। সম্ভবত পুরো ভাষণ পড়লেন না রাজ্যপাল। চার মিনিটের মধ্যে ভাষণ শেষ করেন রাজ্যপাল।এরপর বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রথা মেনে তাঁকে বিদায় জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী বলেন, মন্ত্রিসভার লিখে দেওয়া ওই ভাষণে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি কথাও নেই। বরং দাবি করা হয়েছে নতুন সরকার শপথ নেওয়ার পর হিংসার কোন ঘটনা ঘটেনি। সেকারণে বিজেপি পরিষদীয় দল অত্যাচারিত দের ছবি ও নথি সহ ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়েছে। রাজ্যপাল সংবেদনশীল। তাই হয়তো উনি ভাষণ পুরোটা না পড়ে টেবল করে দিয়ে চলে গেছেন।