এই মুহূর্তে জেলা

বকেয়া মজুরির দাবিতে রবিবার থেকেই কর্মবিরতি, চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিকদের।

হুগলি, ১ ডিসেম্বর:- আজ, রবিবার থেকেই বকেয়া মজুরির দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। তবে, এ দিন জল ও আলোর মত গুরুত্বপুর্ন বিভাগকে কর্মবিরতির বাইরে রাখা হয়েছে। আগামীকাল থেকে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি ছাড়া সমস্ত পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী কর্মী (পুরভবনের অভ্যন্তরে যাঁরা কাজ করেন) ও শ্রমিকেরা (রাস্তা সাফাই, পাম্প চালকের মত পুর ভবনের বাইরে যাঁরা শহরজুড়ে কাজ করেন)।

এমতাবস্থায় সাধারণ মানুষকে জানাতে রবিবার থেকেই প্রচারে নামলেন কর্মবিরতিতে যাওয়া কর্মী ও শ্রমিকেরা। তাঁদের আশঙ্কা কাউন্সিলরেরা স্থানীয়দের দিয়ে জল ও রাস্তার আলোর পরিষেবা সচল রাখতে পারেন। সে ক্ষেত্রে কোনও দুর্ঘটনা ঘটলে অস্থায়ী শ্রমিকেরা দায়ী থাকবে না, এই মর্মে এ দিন পুর ভবনের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে তাঁরা পোস্টার সাঁটাতে শুরু করেছেন। শ্রমিকদের বক্তব্য, আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথে যেতে বাধ্য হচ্ছি। সাধারণ মানুষকে পাশে থাকার আবেদন জানাচ্ছি।