সোজাসাপটা ডেস্ক , ৪আগস্ট:- আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ভূমি পুজোর অনুষ্ঠানে । মোদীই রাম মন্দির তৈরির জন্য প্রথম ইটটি স্থাপন করবেন । রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে সেজে উঠছে গোটা অযোধ্যা । শহরে যেন অকাল দেওয়ালির আমেজ । দীর্ঘ প্রতীক্ষার অবসান । আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান। ইতিমধ্যেই সেজে উঠছে অযোধ্যার একাধিক জায়গা।আলো দিয়ে সাজানো হয়েছে বহু মন্দির , গুরুত্বপূর্ণ ভবন। সাজানো হচ্ছে সরয়ূ নদীর পাড় চত্বর । ৫ অগাস্ট ১২.১৩ মিনিটে হবে ভূমি পুজোর অনুষ্ঠান ।
৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিতে ইট স্থাপন করবেন । ভূমি পুজো করবেন বারাণসীর পুরোহিতরা । অযোধ্যায় এই ভূমি পুজোর অনুষ্ঠানে প্রায় ৩০০ ভিভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অযোধ্যার ভূমি পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । জানা গিয়েছে , নাগারা আর্কিটেকচার স্টাইলে তৈরি হচ্ছে রাম মন্দির । আরও বেশি ভক্তদের জায়গা দিতে রাম মন্দিরে দু’টির পরিবর্তে পাঁচটি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্দিরের আর্কিটেক্ট জানিয়েছেন , কাজ শুরু হলে আগামী তিন বছরের মধ্যে তা শেষ হয়ে যাবে । অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত।