উঃ২৪পরগনা, ২৮ নভেম্বর:- একটি পুরানো মামলায় সিআইডি-র তলব পেয়ে আদালতের নির্দেশে গত ১৪ নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। আদালতের নির্দেশ মেনেই সেদিন তাঁকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটা নাগাদ ফের জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দ্যেশ্যে তিনি রওনা দিলেন। মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। বিরোধীদের উনি কোণঠাসা করতে সিআইডিকে লেলিয়ে দিচ্ছেন।
তাঁর দাবি, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। কিন্তু ২০২৬ সালে উনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। প্রাক্তন সাংসদের আরও দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে উনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। আর জি কর কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করে উনি বিরোধীদের হেনস্থা করছেন। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর প্রথমবার হাজিরা দেওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন, রাশিয়ান কেমিকেল স্প্রে করে শরীরের একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল করার ফন্দি এঁটেছে সরকার। তাঁর বিস্ফোরক অভিযোগ, তাঁকে-শুভেন্দুকে এবং প্রথম সারির আরও চার-পাঁচজন নেতাকে মেলে ফেলার চক্রান্ত চলছে। প্রসঙ্গত, প্রথমবার সিআইডি-র তলবে হাজিরা দেওয়ার পর তিনি মেডিকেল টেস্টও করিয়েছেন। পরবর্তীতে ফের তিনি মেডিকেল টেস্ট করাবেন।