নৈহাটি,৩ নভেম্বর:- আগামী ১৩ নভেম্বর নৈহাটি কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়বো না। রবিবার রাতে নৈহাটির রাজেন্দ্রপুরে প্রজাপতি লজে কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নির্বাচন এবং গণনা শান্তিপূর্ণ হবে। তাঁর কথায়, নৈহাটির মানুষ যদি মনে করেন আর জি কর কান্ড, শ্যামপুরে দুর্গা মূর্তি এবং রাজাবাজারে কালী মূর্তি ভাঙার পরও তাঁরা তৃণমূলকে ভোট দেবেন। তা মাথা পেতে নেব।
কিন্তু গায়ের জোরে ভোট লুট করতে দেব না। দাঁতে দাঁত চেপে কর্মীরা লড়াই করবে। নৈহাটির জনগনকে নো ভোট টু মমতা আওয়াজ তোলার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। উক্ত সম্মেলনে দলীয় প্রার্থী রূপক মিত্র ছাড়াও উক্ত সম্মেলনে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, নির্বাচনী পর্যবেক্ষক তাপস রায়, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী, প্রিয়াঙ্গু পান্ডে-সহ উক্ত বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তারা।