এই মুহূর্তে জেলা

ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর।


হাওড়া, ২ নভেম্বর:- ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর। জুলাই মাসের পর ফের আরও একবার গন্ডগোল ওই এলাকায়। এলাকার দখলদারি ও তোলাবাজি নিয়েই গন্ডগোল হয় বলে অভিযোগ। পার্কিং নিয়েই মূলত গন্ডগোল। দুই গোষ্ঠীর গন্ডগোলে হাতাহাতির পাশাপাশি চলে ইটবৃষ্টি। ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ। র‍্যাফ মোতায়েন করা হয়েছে।