এই মুহূর্তে কলকাতা

মস্তিষ্ক হাতে এবার সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা, ৩০ অক্টোবর:- জুনিয়র চিকিৎসকরা, লালবাজার অভিযানে মেরুদন্ড হাতে হাতে স্বাস্থ্য দপ্তর অভিযানে মস্তিষ্ক হাতে এবার সিজিও কমপ্লেক্স অভিযানে ঘড়ি হাতে জুনিয়র চিকিৎসকরা। আর কতদিন সময় চাই এই প্রশ্ন তুলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্ট সিবিআই দপ্তর অভিযান করে।

আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার চেয়ে এক ছাতার তলায় এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স’ এবং নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন। ওই ৮০টি সংগঠন দ্রুত বিচারের দাবিতে সল্টলেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স অভিযান করে। সিবিআই এর কাছে ডেপুটেশন জমা দেবেন বলে জানা গেছে।