এই মুহূর্তে জেলা

নবরূপে হাওড়ার বঙ্গবাসী সিনেমা হল।


হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার বহু প্রাচীন ঐতিহ্যবাহী বঙ্গবাসী সিনেমা হল নবরূপে তৈরি হওয়ায় হাওড়ায় এক ইতিহাস সৃষ্টি হলো। মন্তব্য রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের। দীপাবলির আগেই বুধবার এর শুভ সূচনা অনুষ্ঠানে এসে অরূপ রায় বলেন, ‘ছোটবেলায় বাবার হাত ধরে এখানে সিনেমা দেখতে আসতাম। এখানে ৩টি সিনেমা হল তৈরি করা হয়েছে।

যদিও এখন মানুষের মধ্যে সিনেমা দেখার প্রবণতা কমেছে। তবে হাওড়ার ইতিহাসে আরেকটি নতুন পালক যুক্ত হলো।’ প্রসঙ্গত, হাওড়ার বঙ্গবাসী হল হাওড়াবাসীর কাছে অতি পরিচিত। প্রায় ৯৮ বছর আগে এই হলটি উদ্বোধন হয়েছিল। এটি ভেঙে যাবার পর নতুন করে তৈরি করা হলো। এখানে তিনটে সিনেমা হল তৈরি করা হয়েছে।