এই মুহূর্তে জেলা

অভয়া ডেন্টাল ক্লিনিক হাওড়ায়।


হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- তিলোত্তমার বিচারের দাবির পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এর আগে খোলা হয়েছিল অভয়া ক্লিনিক। এবার হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে খোলা হলো অভয়া ডেন্টাল ক্লিনিক। এর মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা সাধারণ মানুষের বিনামূল্যে দন্ত রোগের চিকিৎসা পরিষেবা দিলেন। রবিবার সকালে হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে এই অভয়া ডেন্টাল ক্লিনিক খোলা হয়।

চিকিৎসকেরা জানান, তাঁরা অভয়ার যেমন বিচার চান পাশাপাশি রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপর নার্সদের উপর যেভাবে নিগ্রহ এবং অবাঞ্চিত ঘটনা ঘটছে তারও প্রতিকার তারা চান। পাশাপাশি তাঁরা চান সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। এই কারণেই এই ক্লিনিক খোলা হয়েছে।