এই মুহূর্তে জেলা

কাশ্মীরে ছবি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হুগলির পর্যটকের।


হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কাশ্মিরে বেড়াতে মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিন বন্দি মৃতদেহ এলো গ্রামে। কান্নায় ভেঙে পড়লেন পরিবার আত্মীয় প্রতিবেশিরা। কাশ্মীর বেড়াতে গিয়ে পহেলগাঁও এ ঝরনার ছবি তুলছিলেন, পা পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। হুগলির মাকালপুরের বাসিন্দা বীজ ব্যবসায়ী বীজ সংস্থার সঙ্গে কাশ্মির ঘুরতে গিয়েছিলেন গত রবিবার। বৃহস্পতিবার সকালে হোটেল চা জল খাবার খেয়ে বাড়িতে ভিডিও কল করে কথা বলেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ও মেয়েরা রয়েছেন। যাদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ব্যবসায়ী তাদের মারফত বাড়িতে খবর আসে।

প্রথমে জানা যায় পাহাড়ি ঝরনার ছবি মোবাইলে বন্দি করার সময় পা পিছলে পাথরে পরে যান দেবব্রত বাবু। পরে পরিবার সূত্রে জানা যায় ঘোরার পিঠে করে পহেল গাঁও যাওয়ার সময় হঠাৎ মাথা ঘুরিয়ে পরে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।সম্ভবত হৃদরোগে আক্রান্ত হন তিনি। পোলবা দাদপুর ব্লক প্রশাসন থেকে মাকালপুর পঞ্চায়েতে খবর মেল করে জানানো হয়। পরিবারের পাশে থাকতে। সেই মত পঞ্চায়েত প্রধাব সহ এলাকার জন প্রতিনিধিরা রাতেই দমদম এয়ারপোর্টে বেরিয়ে যান। আজ সকাল সারে আটটা নাগাদ কফিন বন্দি দেহ নিয়ে আসা হয় গ্রামে। স্থানীয় বিধায়ক অসীমা পাত্র পরিবারকে সমবেদনা জানাতে যান।