হাওড়া , ২৭ জুলাই:- বেলুড়ের এক নার্সিংহোমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য মেডিকেল পর্ষদ। সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েক আগে বেলুড় স্টেশন রোডের ওই নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের লোকজন স্টেট কাউন্সিলে ওই নার্সিংহোম তথা সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ কাউন্সিলের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযোগকারীকে ভার্চুয়াল কনফারেন্সে জিজ্ঞাসাবাদের পরে সাময়িকভাবে নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ এবং যাবতীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। বালির ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এ দিন কমিশন জানিয়েছে, গত বছর অগস্ট মাসে এক রোগী ওই হাসপাতালে ভর্তি হন।
পরে তিনি মারা যান। পরিজনদের সন্দেহ ছিল, যে দুই জন চিকিৎসক বেশি সময় চিকিৎসা করেছেন, তাঁদের যোগ্যতা নিয়ে। বিষয়টি তাঁরা স্বাস্থ্য কমিশনকে জানিয়েছিলেন। এরপরে জানা যায়, যে দুই চিকিৎসকের বিরুদ্ধে সন্দেহ, তাঁদের কেউ অ্যালোপাথি চিকিৎসক নন। তাঁদের এক জন হোমিপ্যাথি ও একজন আয়ুর্বেদিক। কিন্তু রোগী ভর্তি ছিলেন একজন অ্যালোপেথিক চিকিৎসকের অধীনে। এমনকী ডেথ সার্টিফিকেটে সই ছিল হোমিওপ্যাথি চিকিৎসকের। তাই স্বাস্থ্য কমিশন এ দিন ওই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি আরও খতিয়ে দেখতে বলা হয়েছে।