এই মুহূর্তে জেলা

ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে।


হুগলি, ১৯ সেপ্টেম্বর:- জোয়ারের জলে ডুবল পনটুন, ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে। গঙ্গার জল ফুলেফেঁপে উঠেছে। তামলিপাড়া পনটুন জেটি জলের তলায় চলে যাওয়ায় ফেরি পরিষেবায় প্রভাব পরেছে। চুঁচুড়া তামলিপাড়ার বিপরীতে রয়েছে উত্তর ২৪ পরগনার গরিফা রামঘাট।

ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পরেন দুই পারের যাত্রীরা। তামলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানান, পুরসভা টেন্ডার করার সময় যা বলেছিল তা করেনি। ভাসমান জেটি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। একটি ছোটো লঞ্চ চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। তবে গঙ্গায় জল বেরে যাওয়ায় লঞ্চে ওঠানামা করতে সমস্যা হচ্ছে। যখন জেয়ার আসছে চার ঘন্টা পরিসেবা বন্ধ রাখতে হচ্ছে। স্কুল অফিসে যাওয়া যাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছে।