এই মুহূর্তে জেলা

মাথাভাঙ্গায় ভেজাল দুধের কারবার রুখতে বাজারে হানা প্রশাসনিক আধিকারিকের।

 

কোচবিহার,২ মার্চ:- বহুদিন থেকে মাথাভাঙ্গা বাজারে কিছু কিছু ব্যাক্তি ভেজাল দুধের কারবার করছে বলে খবর আসছিল। সেই কারবার রুখতে সোমবার বিকেলে মাথাভাঙা দুধের বাজারে হানা দেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। মাথাভাঙা মহাকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক পারমিতা গগৈ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস।
এদিন মাথাভাঙ্গার দুধ বাজারে গিয়ে ব্যবসায়ীদের দুধ ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়।পরীক্ষক ছিলেন মহাকুমা খাদ্য সুরক্ষার আধিকারিক পারমিতা গোগোই।এই অভিযানে এক ব্যবসায়ীর দুধে ভেজাল দেখতে পান পরীক্ষাকরা । তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে আটক করে মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। খাদ্য সুরক্ষা আধিকারিক পারমিতা গগৈ বলেন, ভেজাল দুধ রুখতে ধারাবাহিক কর্মসূচি চলবে। যদি কেউ এই অসাধু ব্যবসায়ার সঙ্গে যুক্ত থেকে ধরা পড়লে আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.