এই মুহূর্তে জেলা

ব্যাঁটরা থানা ঘেরাও বাম ছাত্র-যুব সংগঠনের।


হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- “তিলোত্তমা হারবে না, কলতান থামবে না।” এই ইস্যুতে রবিবার সকালে হাওড়ার ব্যাঁটরা থানা ঘেরাও করল বাম ছাত্র-যুব সংগঠন। পশ্চিম হাওড়া এরিয়া কমিটির আহ্বানে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। স্লোগান ওঠে, “নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো”। স্লোগান ওঠে, “নির্যাতনের বিচার চাই। স্বৈরাচারের ক্ষমা নাই”।