এই মুহূর্তে জেলা

ফের হাওড়া আমতা শাখায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা।


হাওড়া, ১১ সেপ্টেম্বর:- ফের হাওড়া আমতা শাখার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন যাত্রীরা। এবার দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা। অভিযোগ, স্টেশনে ৩০ সেকেন্ডের বদলে মাত্র ১০ সেকেন্ড পরেই চলতে শুরু করে দেয় ট্রেন। আর তার জেরেই নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। আহত হন কয়েকজন যাত্রী। তবে বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান সবাই। হাওড়া আমতা শাখার পাঁতিহাল স্টেশনে মঙ্গলবার রাতের ঘটনা।

এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এর একদিন আগে সোমবার রাতেও আগের স্টেশনে বিনা চিকিৎসায় আহত রেল যাত্রীর মৃত্যুর অভিযোগ ওঠে। এবার সময়ের আগেই ট্রেন ছেড়ে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন চালক। তুমুল ক্ষোভের মুখে পড়ে কাগজে লিখে ক্ষমা ও ভুল স্বীকার করে নেন চালক।