এই মুহূর্তে কলকাতা

ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

কলকাতা , ১২ অক্টোবর:- বিভিন্ন দাবিতে রাজ্যে আজ থেকে শুরু হওয়া তিনদিনের ট্রাক ধর্মঘটের জেরে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। ওভারলোডিং বন্ধ, ট্রাক মালিক এবং চালকদের উপরে প্রশাসনিক হয়রানি বন্ধ করা, দ্রুত অতিরিক্ত এক্সেল লোডিং চালু করার মত কয়েক দফা দাবিতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারে টর্স অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে শুরু হওয়া ট্রাক ধর্মঘটের জেড়ে প্রায় ছয় লক্ষ ট্রাক রাস্তায় নামেনি বলে সংগঠনের তরফ এ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বোস আজ কলকাতায় সদস্যদের সঙ্গে বৈঠক করে বলেন ভিন রাজ্য থেকে আসা ট্রাকও এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই দিনের বৈঠকে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে ট্রাক ধর্মঘটের জেরে পুজোর মুখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।