এই মুহূর্তে কলকাতা

পেট্রোপন্নের মূল্যবৃদ্ধি ও সীমান্তে এলাকা বৃদ্ধির অভিযোগে সরকার পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত বিধানসভায়।

কলকাতা, ২ নভেম্বর:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি এবং রাজ্যের সঙ্গে কোন আলোচনা না করে কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীর রাজ্যের অভ্যন্তরীণ এলাকা বৃদ্ধির অভিযোগের উপরে রাজ্য সরকার বিধানসভার চলতি অধিবেশনে এই দুটি বিষয়ে আলোচনার জন্য দুটি পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর এলাকা বৃদ্ধি করার প্রতিবাদ জানিয়ে অধিবেশনে আলোচনার জন্য এই দুটি বিষয়ে প্রস্তাব আনা হবে। এই দিন বিরোধীশূন্য বিধানসভায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে তিনি ছাড়াও বিপ্লব রায় চৌধুরী, অদিতি মুন্সি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনায় অংশ নেন। আট তারিখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচি স্থির করা হবে বলে তিনি জানিয়েছেন।