কলকাতা, ২ নভেম্বর:- পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি এবং রাজ্যের সঙ্গে কোন আলোচনা না করে কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীর রাজ্যের অভ্যন্তরীণ এলাকা বৃদ্ধির অভিযোগের উপরে রাজ্য সরকার বিধানসভার চলতি অধিবেশনে এই দুটি বিষয়ে আলোচনার জন্য দুটি পৃথক প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন পেট্রোপণ্য এবং গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর এলাকা বৃদ্ধি করার প্রতিবাদ জানিয়ে অধিবেশনে আলোচনার জন্য এই দুটি বিষয়ে প্রস্তাব আনা হবে। এই দিন বিরোধীশূন্য বিধানসভায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে তিনি ছাড়াও বিপ্লব রায় চৌধুরী, অদিতি মুন্সি এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনায় অংশ নেন। আট তারিখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের পরবর্তী কার্যসূচি স্থির করা হবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
বহুতল কার পার্কিং এর ব্যবস্থা করে তুলতে চলেছে হিডকো।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সহযোগী হিসেবে হিডকো একটি বহুতল কার পারকিং ব্যবস্থা গড়ে তুলতে চলেছে। বিশ্ব বাংলা সরণির পাশে যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লটের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সিরি দেবাশিস সেন জানিয়েছেন। আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই পার্কিং […]
নবান্নের ১৪ তলায় আগুন।
কলকাতা, ১২ অক্টোবর:- রাজ্যের সচিবালয় নবান্নের ১৪ তলায় আজ দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর দুপুর বারোটা নাগাদ প্রথম ওই তলার ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, […]
চকবাজারে ব্যাবসায়ীর সাথে তৃণমূল কর্মীর দ্বন্দ্ব মেটাতে তৎপর বিধায়ক।
হুগলি, ২৯ আগস্ট:- বিধায়কের উপস্থিতিতে চকবাজারের হোটেল ব্যবসায়ীর সাথে কাউন্সিলরের স্বামীর মিটমাট করানোর ঘটনায় তৃণমূলী রাজনীতিতেই পরিণত হল। যদিও চুঁচুড়ার বিধায়ক আসিত মজুমদার বললেন এর মধ্যে কোনও রাজনীতি নেই। বিধায়ক হিসেবে সমস্যার সমাধান করতে এসেছিলাম। তবে পুরো ঘটনায় রাজনীতির গন্ধ পেহয়েছেন চকবাজার ব্যবসায়ী উন্নয়ন সমিতির সদস্যরা। প্রসঙ্গত দিন কয়েক আগে চকবাজার মোড়ে একটি হোটেল মালিকের […]