এই মুহূর্তে জেলা

ইএমআই স্থগিত না হওয়ায় ক্ষোভ হরিশ্চন্দ্রপুরে।

 

মালদা, ৪ এপ্রিল:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা মোতাবেক ঋণের উপর থেকে ইএমআই স্থগিত না হয় ক্ষোভ প্রকাশ করলেন এলাকার শিক্ষক ও সরকারি কর্মচারীরা। এদিন হরিশ্চন্দ্রপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজারের হাতে ইএমআই স্থগিত না হওয়ার কারণ জানতে চেয়ে স্মারকলিপি জমা করলেন এলাকার শিক্ষক ও কলেজ কর্মীরা। এ প্রসঙ্গে স্থানীয় মাদ্রাসা শিক্ষক নুর আলম জানালেন আমরা শুনেছিলাম করোনা ভাইরাস ও লকডাউন এর জেরে সমস্ত ঋণের ওপর থেকে আগামী 3 মাস ইএমআই কাটা হবে না। কিন্তু এদিন বেতন ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাংক ইএমআই কেটে নেয়। এই নিয়ে আমরা কারণ জানতে চেয়ে হরিশ্চন্দ্রপুর ব্রাঞ্চের ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা করি কিন্তু তিনি জমা দেননি আমরা তাই জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের দিরেক্টর সুমালা আগারওয়াল এর হোয়াটসঅ্যাপে স্মারকলিপিটি পাঠিয়ে দিই। এ প্রসঙ্গে ব্যাংকের দিরেক্টর সুমালা আগরওয়াল জানিয়েছেন আর বি আই গাইডলাইন মেনে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ বোর্ডের সিদ্ধান্ত নিয়েছি কোন সরকারি বেতনভুক কর্মচারী র লোনের ইএমআই স্থগিত বা মরাটরিয়াম করবো না। কেউ যদি এ ব্যাপারে আগ্রহী হয় সেটা আমরা বিবেচনা করব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.