এই মুহূর্তে জেলা

বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন, নির্যাতিতার বাড়িতে গিয়ে জানালেন রাজ্যপাল।


উঃ২৪পরগনা, ২১ আগস্ট:- অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আর জি কর হাসপাতালে নির্যাতিতার ডাক্তার তরুণীর বাড়ি এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন নির্যাতিতা ডাক্তারের পানিহাটির বাড়িতে। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ওই বাড়িতে পৌঁছন রাজ্যপাল। সেখানে পৌঁছে রাজ্যপাল প্রায় ১৫ মিনিট মতন ডাক্তার তরুণীর বাবা মায়ের সাথে কথা বলেন।

এদিন তিনি নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন “আমি এখানে এসেছি। সরাসরি দিল্লি থেকে কলকাতা হয়ে এই বাড়িতে এসেছি। আমি বাবা মায়ের সাথে কথা বলেছি। আমি তাদের ভাবাবেগটা বুঝতে পারি। তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করেছে। আমি তাদের আস্থা যুগিয়েছি। এখন আমি একটা চিঠি লিখব এবং সেটিকে সীল বন্ধ খামে মুখ্যমন্ত্রীকে পাঠাবো।” যদিও সেই চিঠিতে কি লেখা থাকবে তাই নিয়ে কোন কথা বলেন নি রাজ্যপাল।