এই মুহূর্তে কলকাতা

নদী বাঁধ ধরে রাখতে সুন্দরবনে লক্ষাধিক নারকেল গাছ লাগাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

কলকাতা , ৩ অক্টোবর:- সুন্দরবনের নদী বাঁধ ভেঙে গিয়ে প্রতিবছর প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ফসলের যেমন ক্ষয়ক্ষতি হয় তেমনি প্রাণহানি ঘটে। এবছর আম্ফানের ঝড়েও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে পড়ে। সেই ঘাটতি পূরণ করতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং সুন্দরবনের নদী বাঁধগুলি যাতে ভেঙে না যায় তাই বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ গুলির মাটি ধরে রাখতে নারকেল গাছ বসানো শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কয়েকদিন আগে থেকেই সুন্দরবনের বিভিন্ন এলাকায় ফলের গাছ বসানোর কাজ শুরু করেছিল সংঘ।

শুক্রবার কলকাতার রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সংঘের হাতে কয়েক হাজার নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রাথমিক পর্যায়ে তারা এক লক্ষ নারকেল গাছের চারা সুন্দরবন এলাকায় বসানোর কাজ শুরু করেছেন। পরে প্রয়োজনমতো এর পরিমাণ বাড়ানো হবে। ফ্রেন্ডস ফোরামের সভাপতি পরমেশ্বর লাল সাহা বলেন, এক লক্ষ নারকেল গাছের চারা তারা ভারত সেবাশ্রম সংঘের হাতে তুলে দিচ্ছেন। সুন্দরবনকে সুন্দর উপবন করে তোলাই তাদের মূল লক্ষ্য।