হুগলি, ৭ আগস্ট:- উত্তরপাড়া কলেজ মোরের সামনে বহুজাতিক সংস্থার বিপনিতে কাজ করেন ভদ্রকালীর বাসিন্দা এক যুবতী।কাজ শেষ করে টোটো ধরবার জন্য তিনি জিটি রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন।বাড়িতে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন হটাৎ এক যুবক এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে দে ছুট।যুবতীও তার পিছনে পিছনে ধাওয়া করে চোর চোর করতে করতে।জিটি রোড থেকে একটা গলির ভিতর ঢুকে পরে ছিনতাইকারি, স্থানীয়রা তাকে ধরে ফেলে।যুবতীর মোবাইল উদ্ধার হয়। উত্তমমধ্যম জোটে যুবকের।
পরে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ওই যুবতী বলেন,কাজ শেষ করে বাড়ি ফেরার সময় এই ঘটনা।বাড়িতে ফোন করছিলাম হঠাৎ একজন ফোন ছিনিয়ে নিয়ে ছুটল।আমিও ওর পিছনে ছুটি।খুব হাঁপিয়ে গেছি।শরীর খারাপ লাগছে।ঘটনায় আতঙ্কিত যুবতী পুলিশি নিরাপত্তা বাড়াতে বলেন। হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকায় বাড়ি ছিনতাইকারী যুবক শাহাবাজ খানের। তাঁর দাবী,বন্ধুর কথায় মোবাইল ছিনিয়ে ছুট দিই রিলস বানানোর জন্য।প্রথমবার এমন করেছি।আমাকে মারতে দেখে বন্ধু পালিয়ে গেছে। যুবকের দাবী খতিয়ে দেখছে পুলিশ।