এই মুহূর্তে জেলা

উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে, আবেদন নিয়ে দোকানিদের কাছে বিধায়ক।

হুগলি, ৬ আগস্ট:- উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে। এই আবেদন নিয়েই দোকানে দোকানে ঘুরলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল সরকারি জমি দখলমুক্ত করতে হবে। নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সরকারি জমি দখলমুক্ত করার কাজ। তবে এখনো পর্যন্ত হুগলী চুঁচুড়া পৌর এলাকায় সেরকম কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু পৌরসভার পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এরপরেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দফায় দফায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। তিনি বারংবার জেলা প্রশাসনকে জানিয়েছিলেন তিনি আগে বেরিয়ে সকলকে অনুরোধ করবেন

দোকান ছোট করে নিতে। সেই মতোই মঙ্গলবার বিকেলে চুঁচুড়ার আখন বাজার থেকে বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান উপ পৌরপ্রধান ও কাউন্সিলরদের নিয়ে তিনি দোকানে দোকানে ঘুরলেন। যারা সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে তাদেরকে দোকান ছোট করে নিতে বলেন। এমনকি জানিয়ে দেন যদি এই অনুরোধের পরেও তারা দোকান ছোট না করেন। তাহলে প্রশাসন দোকান যদি তুলে দেয় সেই ক্ষেত্রে তিনি কোন কথাই বলবেন না। শুধু দোকান ছোট করাই নয় বেশ কিছু জায়গায় আবার বলেও দিলেন দোকান সরিয়ে নিতে হবে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সমস্ত দোকানিরা।