হাওড়া, ৫ আগস্ট:- থানা এলাকার রাজবল্লভ সাহা লেনের একটি আবাসনে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। তালা ভাঙার ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটলেও আবাসনের একাধিক ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে লুটপাট। নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।
ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। এদিকে ওই ফ্ল্যাটের ডেভেলপারের দাবি বারবার বলা সত্বেও আবাসনের বাসিন্দারা মেইনটেইনেন্সের জন্য বা সিকিউরিটির কোনও ব্যবস্থা করেননি। যে কারণে গতরাতে ওই ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল।