হাওড়া, ১৮ জুন:- হাওড়ার বজরংবলী কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের জেরে বিপত্তি। সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ঘটনায় মারাত্মক জখম হন দুই শ্রমিক। মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে হাওড়ার ঘুসুড়ির বজরংবলীতে। গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়।
আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে এলাকার মানুষ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। গোডাউনের অন্যান্য লেবার এবং মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে আসেন হাওড়ার ডিসি নর্থ বিশপ সরকার।