এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এক লক্ষ এক হাজার টাকা দান করলেন সিঙ্গুরের বৃহন্নলা পাখি সাউ।

হুগলি ,২৭ মার্চ:- নিজেরা ভিক্ষে করে দিন গুজরান করে। সমাজের চোখে এরা বাত্য। তবুও মানবিক চোখে COVID19 এর জেরে গৃহবন্দি দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিঙ্গুরের বৃহন্নলা পাখি সাউ। আজ সকালে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এক লক্ষ এক হাজার টাকা দান করেন। সিঙ্গুর AXIS ব্যাঙ্কে ম্যানেজারের হাতে চেক তুলে দেন তিনি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.