হাওড়া, ১৫ জুন:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোবাইল হাতবদল হত হাওড়ার লিলুয়ায়। সেই বড়সড় মোবাইল চুরি চক্রের হদিস পেলো লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫১টি দামি মোবাইল ও নগদ দুই লক্ষ টাকা। গ্রেফতার চক্রের মূল পান্ডা। লিলুয়ার চামরাইলে বসেই গোটা রাজ্যের মোবাইল চুরির চক্র চালাচ্ছিল ধৃত অন্তর দাস। অন্তরের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীকর্মের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ঠিকানা বদল করেই চলছিল এই মোবাইল চুরির চক্রের কাজ।
পুলিশের দাবি বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোবাইল দুষ্কৃতীরা তুলে দিত অন্তরের হাতে। এই চুরি যাওয়া মোবাইল বিক্রি হতো বিভিন্ন প্রতারণার সাথে যুক্ত মানুষের হাতে। দালাল মারফত বাংলাদেশেও পাচার হত চোরাই ফোন। পুলিশ জানায়, ধৃত যুবক নিয়মিত বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশের দালালদের কাছে বিপুল পরিমাণ চুরি করা ফোন পাঠাত। এর আগে সাঁকরাইল এবং লিলুয়া থানা এলাকায় হাওড়া ও আশপাশের বিভিন্ন চোরের কাছ থেকে চোরাই মোবাইল সংগ্রহ করত সে।