এই মুহূর্তে জেলা

কঠিন সময়ে পায়ে হেঁটে প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ ।

 

তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- মানুষ এখন গৃহবন্দী, বড় কঠিন সময় যাচ্ছে এখন দেশবাসীর, এই কঠিন সময়ে করোনা মোকাবিলায়  এবার ধাত্রীগ্রাম থেকে বর্ধমান শহর, সর্বত্র পায়ে হেঁটে প্রচার করছেন মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁর প্রচার কর্মসূচির মধ্যে ছিল পূর্বস্থলী, সমুদ্রগড় , সাতগেছিয়া এলাকাও। বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। প্রায় প্রতিদিনই এই ভাবে  একানাগারে করোনা ভাইরাসের প্রকোপ থেকে কিভাবে জনগনকে বাঁচাবেন, কিভাবে মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করবেন, কাভাবে মানুষ সচেতন থাকবেন তার প্রচার করে চলেছেন একাই। তাকে দেখে চেনাই যাচ্ছে না। পুরো শরীর ঢেকে একদম তৈরী হয়ে নেমেছেন।  কঠিন সময়ে মন্ত্রীর এই ভুমিকায় খুশি বর্ধমানবাসী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.