এই মুহূর্তে কলকাতা

বিধানসভা বাজেট অধিবেশনের আগে অরিয়েন্টেশন ক্লাসের আয়োজন।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ বিধানসভা ভবনে পরিষদীয় রীতিনীতি সম্পর্কে সদস্যদের আরো ভালোভাবে অবহিত করতে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির ৭০ জনের মত সদস্য বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জয়ন্তি ভবনের প্রেক্ষাগৃহে ওই ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেন। মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির ৫ বিধায়ক উপস্থিত ছিলেন। অধ্যক্ষের পাশাপাশি বিশেষ আমন্ত্রিত হিসাবে প্রবীণ পরিষদীয় রাজনীতিক সাংসদ সৌগত রায় বিধায়কদের অধিকার ও সংসদীয় আচার আচরণের নানা খুঁটিনাটি সম্পর্কে অবহিত করেন। বিধানসভার স্বাধীকার রক্ষা কমিটি কী ভাবে কাজ করে, কী ভাবে প্রশ্ন করতে হয়, তা নিয়ে বিধায়কদের নানা প্রশ্নেরও তিনি জবাব দেন। অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সাম্প্রতিক কালে পরিষদীয় ব্যবস্থার ওপর আদালতের হস্তক্ষেপের প্রবণতা দেখা যাচ্ছে। যা কখনোই কাম্য নয়।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের যথেষ্ট সংখ্যক প্রশ্ন জমা নেওয়া হয়না বলে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক অভিযোগ করেন। জবাবে অধ্যক্ষ্য বলেন, রাজ্য বিধানসভায় কখনোই পক্ষপাতমূলক আচরণ হয় না।বরং বিরোধীদের বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তবে মন্ত্রীরা অনেকে সঠিক ভাবে প্রস্তুত হয়ে আসেন না এবং সঠিক ভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন না বলে অধ্যক্ষ্য উষ্মা প্রকাশ করেন। এদিকে বিধানসভায় বিধায়কেদের এই ওরিয়েন্টেশন ক্লাসে বিরোধী দলের সদস্যদের যোগদান নিয়ে প্রথমে খানিকটা দোলাচালের ছবি ধরা পড়ে। অনুষ্ঠানের শুরুতে বিজেপির কোনও সদস্য উপস্থিত ছিলেন না। প্রথমে ছিলেন না।চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এসে তাঁর দলের কোনও সদস্যকে দেখতে না পেয়ে বেরিয়ে যান। উপস্থিতির তালিকায় সই করেও তা কেটে দেন।তিনি সাংবাদিকদের বলেন, এই ধরনের কোর্সের কোনও মূল্য নেই। কারণ এখানে যা শেখানো হয়, তা বাস্তবে কখনও কার্যকরী হয় না। কিন্তু পরে মনোজ টিগ্গার নেতৃত্বে বিজেপির পাঁচ বিধায়ক অনুষ্ঠানে যোগ দেন।বঙ্কিমবাবুও তাঁদের সঙ্গে ওই ক্লাসে অংশ নেন।