এই মুহূর্তে জেলা

একগুচ্ছ দাবি নিয়ে হাওড়া পুরসভায় বিক্ষোভ স্বাস্থ্য কর্মীদের।

হাওড়া, ৬ জুন:- দৈনিক মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন সহ বিভিন্ন দাবিতে হাওড়া পুরসভায় স্বাস্থ্য কর্মীরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ দেখান। পরে তাঁরা পুরসভার গেটের বাইরে রাস্তায় বসে অবরোধ শুরু করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো রাস্তা আটকে বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে রয়েছে হাওড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে পুলিশ কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এখনো পর্যন্ত অবরোধ ওঠেনি। দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত স্বাস্থ্য বিভাগের মহিলা কর্মীরা এদিন ক্ষোভে ফেটে পড়েন।

তাঁদের অভিযোগ, গত তিনমাস ধরে তাঁরা কাজের টাকা পাচ্ছেন না। তাঁদের দৈনিক মজুরির টাকা বৃদ্ধি করা হচ্ছেনা। তাঁদের দিয়ে ফোনে অ্যাপসের মাধ্যমে কাজ করানো হচ্ছে যার ঘোরতর বিরোধী তাঁরা। ফোনের এই অ্যাপসের কাজের জন্যে আলাদা নেটের খরচ দেওয়া হচ্ছেনা। ডোর টু ডোর ঘুরে ডেঙ্গু, সার্ভে, বর্জ্য সংগ্রহ সহ বিভিন্ন কাজ করানো হচ্ছে তাঁদের দিয়ে। অথচ উপযুক্ত পারিশ্রমিক মিলছে না। সব মিলিয়ে কয়েক হাজার মহিলা স্বাস্থ্যকর্মী এদিন জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।