এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড়ের সর্তকতায় রবিবার পূর্ণদিবস ফেরী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।

হাওড়া, ২৫ মে:- ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর সতর্কতায় রবিবার পূর্ণদিবস ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড সংস্থা। পরদিন সোমবার আবহাওয়ার পরিস্থিতি দেখে ফেরি পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও ঘূর্ণিঝড়ের সতর্কতায় ঘাটে লঞ্চগুলোকে নাইলনের রশি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। হাওড়া থেকে গাদিয়াড়া পর্যন্ত চলাচলকারী সব লঞ্চ রবিবার যাত্রীদের নিরাপত্তায় বন্ধ রাখা হবে। এ বিষয়ে শনিবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড সংস্থার চেয়ারম্যান বাপি মান্না বলেন, বাপি মান্না বলেন, ঘাটের সাইডে যে লঞ্চগুলো রাখা হয়েছে সেগুলি ভালভাবে বাঁধা হয়েছে যাতে ঝড়ে লঞ্চগুলির কোনও ক্ষতি না হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে দু’দিন যাতে লঞ্চ বন্ধ থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে মানুষকে সুরক্ষিত রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি দেখে সোমবার আবার লঞ্চ পরিষেবা চালু হতে পারে। এখানে যে সকল লঞ্চঘাট রয়েছে তাঁদের সকলকেই নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের মাইকিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি নদী জলপথ পরিবহণ সংস্থা লঞ্চ পরিষেবা গাদিয়াড়া পর্যন্ত দিয়ে থাকে। রবিবার সকল লঞ্চঘাটের সকল ইউনিট বন্ধ থাকবে। প্রায় ২০টা লঞ্চ চলে প্রতিদিন।