এই মুহূর্তে জেলা

শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়!

হাওড়া, ২৬ মেয়ে:- শিয়রে রেমাল, লোহার বেড়ি পরানো হলো ট্রেনের চাকায়! শিয়রে সাইক্লোন রেমাল। জারি লাল সতর্কতা। রেমাল ঘূর্ণিঝড়ের সতর্কতায় হাওড়ার শালিমারে লোহার শিকল দিয়ে বাঁধা হলো ট্রেনের চাকা। সাইক্লোনের সতর্কতায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি কারশেড বা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা বগিগুলো ঝড়ের দাপটে এদিক ওদিক ছিটকে যাতে না যায়, সেজন্য মোটা লোহার শিকল দিয়ে ট্রেন বেঁধে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের বেগে রেললাইন থেকে ট্রেন গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কিংবা রেলের বগি অন্য লাইনে উঠে যাওয়ার আশঙ্কা থাকে। তাই একাধিক ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। আমফানের সময়ে ঝড়ের দাপটে বিভিন্ন ঘটনা ঘটেছিল। সেই ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনে দূরপাল্লার ট্রেনে লোহার জক এবং চেন তালা দিয়ে বাঁধা হলো দূরপাল্লার ট্রেনগুলি। আয়লা এবং আমফানে ঝড়ে ক্ষতি হয়েছিল ট্রেনের। সেই অভিজ্ঞতা থেকেই শালিমার স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে চেন তালা দিয়ে বাঁধা হলো।