হুগলি, ১৪ মে:- আজ হুগলী লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর সমর্থনে পান্ডুয়া বিধানসভার মহানাদে বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। সন্ধ্যা হয়ূ যাওয়ায় মিঠুন চক্রবর্তী কে মোবাইলের আলো জেলে সবাই শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত আছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
Post Views: 227









