এই মুহূর্তে কলকাতা

শেষ তিন পর্বে বাংলার জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

কলকাতা, ১৪ মে:- লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র অনুসারে, চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় ৩২ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে আগামী ৩ দফায় ভোট হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন। যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনীর বৃদ্ধি সংক্রান্ত বিষয়েই জানানো হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সূত্র অনুসারে, গতকাল সোমবার ১৩ মে চতুর্থ দফার ভোটে রাজ্যে মোতায়েন ছিল ৫৭৮ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। যা আগামী ২০ মে ভোটের জন্য বাড়িয়ে করা হচ্ছে ৭৬২ কোম্পানি। রাজ্যে পঞ্চম দফায় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও চতুর্থ দফার তুলনায় পঞ্চম দফায় রাজ্যে কম আসনে ভোটগ্রহণ হবে। চতুর্থ দফায় রাজ্যে ভোট হয়েছে ৮টি আসনে। পঞ্চম দফায় আগামী ২০ মে ভোট হবে ৭টি আসনে। যার মধ্যে আছে হাওড়া, উলুবেড়িয়া, হুগলী, আরামবাগ, শ্রীরামপুর, বারাকপুর ও বনগাঁ।

যার মধ্যে আছে হাওড়ার ২টি কেন্দ্র, হুগলীর ৩টি কেন্দ্র এবং উত্তর ২৪ পরগনার ২টি কেন্দ্র। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, পঞ্চম দফার ভোটে বুথের নিরাপত্তায় মোট মোতায়েন হচ্ছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সব থেকে বেশি থাকছে হুগলি গ্রামীণ এলাকায়।এখানে থাকবে ১৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পরই হাওড়া গ্রামীণ এলাকায় ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। বারাসাতে ২০ কোম্পানি, বারাকপুর ৫৬ কোম্পানি,বসিরহাট ১৭ কোম্পানি এবং বনগাঁয় ৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে।, বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে অন্যান্য কেন্দ্রগুলিতেও। চন্দননগরের ৬০ কোম্পানি, হাওড়া জেলায় ৮০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৩ কোম্পানি, রানাঘাটে ২৭ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে। এর পাশাপাশি ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে ২৫ হাজার ৫৯০ জন রাজ্য পুলিশ। এই ৭ কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে কমিশনের বিশেষ নজরে আছে বনগাঁ এবং বারাকপুর কেন্দ্র। যার মধ্যে বারাকপুরে অতীতে নির্বাচনী সংঘর্ষের নজির আছে এবং বনগাঁ কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর অবস্থানগত কারণে।